সংবাদদাতা, সিউড়ি : যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসের ভেতরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী সাহিল আলিকে গ্রেফতার করেছে পুলিশ। এই সাহিলের বাড়ি বীরভূমের মহম্মদবাজার এলাকায়। রবিবার পুলিশ সাহিলের বাড়ি গিয়ে তার বাবা নৌশাদ আলিকে ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই সাহিল পড়াশোনায় ভাল ছিল।
আরও পড়ুন-কাঁথি জেলা তৃণমূলের সাধারণ সভায় ভুয়ো ভোটার রোখা, জনসংযোগে জোর
যাদবপুর থেকে বি টেক নিয়ে পড়াশোনা শেষ করে এখন টিসিএসে চাকরি করে। গতকাল থেকে কোনও যোগাযোগ হয়নি ছেলের সঙ্গে। কীভাবে এই ঘটনার সঙ্গে সাহিল জড়িয়ে পড়ল সেই ব্যাপারে তিনি কোনও আলোকপাত করতে পারেননি। কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সঙ্গে তাঁর ছেলে জড়িত কি না সেই ব্যাপারেও তাঁর কিছু জানা নেই বলে দাবি করেন। ২০২৩ সালে পড়াশোনা শেষ করে ২০২৪ সালে টিসিএসের চাকরিতে যোগ দেয় সাহিল। বর্তমানে কলকাতার গলফ গ্রিন এলাকায় থাকে। তার বাবা বিষয়টি সংবাদ মাধ্যমে জেনেছেন জানিয়ে বলেন, কলকাতায় গিয়ে খোঁজ নিয়ে দেখব আসল ঘটনা কী।