MR-এর স্ত্রীর মাথায় হাতুড়ির ঘা বান্ধবীর! শোরগোল হাসপাতাল চত্বরে

Must read

হাসপাতালের মধ্যে মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ স্বামী এবং স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। হঠাৎই সেই সময় স্ত্রীর মাথায় হাতুড়ির বাড়ি এমআর-এর বান্ধবীর। সোমবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ (calcutta medical college) ও হাসপাতাল চত্বরে।

কলকাতা মেডিক্যাল কলেজে (calcutta medical college) দুপুর ২টোর আগে এমআর-দের প্রবেশ নিষেধ থাকে। তার মধ্যে এমআর-এর এই কাণ্ড ঘটে যাওয়ায় তদন্ত চলছে। জানা গিয়েছে, ওই মেডিক্যাল রিপ্রেসেনটেটিভ খড়দহের বাসিন্দা। এদিন সকালে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে এসেছিলেন। তাঁর পিছু নিয়ে সেখানে পৌঁছে যান তাঁর স্ত্রী। তার পরে হাসপাতাল চত্বরে স্বামীর সঙ্গে শুরু হয় বচসা। তখনই সেখানে উপস্থিত হন দ্বিতীয় মহিলা। অভিযোগ, এরপরই ওই মহিলা এমআরের স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে ঘা মারেন। জখম হন তিনি।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকেও খুনের ষড়যন্ত্র হয়! বিস্ফোরক অভিযোগ ওয়েবকুপা-র

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনা অনভিপ্রেত। এমআরের হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে। সেগুলি যাতে আরও কঠোরভাবে মানা হয়, তা নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article