হাসপাতালে মৃত্যু ‘ব্যান্ডিট কুইন’ কুসমার

সেখানে চিকিৎসকদের পরামর্শে কুসমাকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে আনা হয়।

Must read

জনপ্রিয় ছিলেন ‘বান্ডিট কুইন’ (Bandit Queen) নামে। রবিবার লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে যক্ষ্মা রোগে মৃত্যু হল সেই ‘বান্ডিট কুইন’ কুসমা নাইনের। ১৫ জন মৎস্যজীবীকে খুন করেছিলেন তিনি। জেল সুপার কুলদীপ সিং সোমবার এই মর্মে জানিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কুসমাকে ১ ফেব্রুয়ারি স্থানীয় ভীমরাও আম্বেদকর হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতির অবনতি ঘটলে তাঁকে সাইফাই মেডিক্যাল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-ভাইপোকে বহিষ্কার করলেন মায়াবতী

সেখানে চিকিৎসকদের পরামর্শে কুসমাকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে আনা হয়। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। কুসমার শেষকৃত্য সম্পন্ন হয় তিকরি গ্রামে। রামেশ্বর ওরফে ফক্কর গ্যাং উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের একটি বিস্তীর্ণ অংশে একসময় ত্রাস ছিল। তার সহযোগী ছিলেন কুসমা। ২০০৪ সালের ৮ জুন কুসমা সহ রামেশ্বরের পুরো গ্যাং আত্মসমর্পণ করে। ২০ বছরের কারাদণ্ড হয় কুসমার। যক্ষ্মা ধরা পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শেষ রক্ষা হয় নি।

Latest article