তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী-ত্রিপুরায় বিজেপির হাতে কম আক্রান্ত হয়নি (Bjp)। গুন্ডাবাহিনী, বিপ্লব দেবের পুলিশ- হেনস্থা করেছে তৃণমূল কংগ্রেসকে (Tmc)। এত কিছুর পরেও সে রাজ্যে শূন্য থেকে কুড়ি শতাংশ পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, দিল্লিতে বিরোধী সাংসদদের ধর্না মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখলেন।
আরও পড়ুন-জলবায়ু পরিবর্তন, আমাদের কি কোনও দায়িত্ব নেই?
ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “ত্রিপুরার (Tripura) ফলাফল সারাদেশের কাছে একটা উদাহরণ। কারণ, শূন্য থেকে কুড়ি শতাংশ জায়গা পেতে বিজেপির লেগে গিয়েছিল যেখানে কুড়ি বছর। সেখানে তৃণমূল মাত্র দু- তিন মাসে ত্রিপুরায় সেই জায়গাটা দখল করেছে। আর সবাই জানেন, যে ত্রিপুরায় প্রার্থী তাঁর নিজের প্রচার করার সুযোগটুকু পর্যন্ত পাইনি।”
আরও পড়ুন-KMC 134: দলের প্রতারণার জেরে প্রার্থী পদ প্রত্যাহার করল বিজেপি নেত্রী
সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই তৃণমূল সাংসদ অভিষেক জানিয়েছিলেন, বাংলার বাইরে যে রাজ্যেই দল পা রাখবে, সেখানেই লক্ষ্য হবে ক্ষমতা দখলের। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্য থেকে গেরুয়া শিবিরকে উৎখাত করার ডাক দেন তিনি। ত্রিপুরায় পুরভোটের কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি পুলিশের আক্রমণকে প্রতিহত করে সংগঠন মজবুত করার কাজ করেছে তৃণমূলের ইয়ং ব্রিগেড। ফল মিলেছে হাতেনাতে। শূন্য থেকে ২০ শতাংশে পৌঁছে গিয়েছে মাত্র দু মাসে। এবার সেই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিষেক।