সুপ্রিম কোর্টের পর এবার দিল্লি হাইকোর্টেও জামিন পেলন অগুস্তা-ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেল জেমস (Christian Michel James)। সুপ্রিম কোর্ট গত ১৮ ফেব্রুয়ারি মিশেলকে সিবিআইয়ের মামলায় জামিন দেয়। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ইডির মামলাতেও জামিন দিয়েছে তাঁকে। কেন? তদন্তে বিশেষ অগ্রগতি নেই।
৩৬০০ কোটি টাকার অগুস্তা ঘুষকাণ্ডের অন্যতম অভিযুক্ত মিশেলকে (Christian Michel James) ২০১৮ সালে দুবাই থেকে ভারতে আনা হয়েছিল। ২০১৮ সাল থেকে দিল্লির তিহাড় জেলেই রয়েছেন তিনি। গতকাল আদালতে মিশেল দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরেই জেলবন্দি। তাঁর বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে তাতে বিশেষ অগ্রগতি নেই। এবার তাঁর মুক্তি পাওয়া উচিত। এই তত্ত্ব মেনেই তাঁকে জামিন দিয়েছে দিল্লি আদালত।
আরও পড়ুন-ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানের সেনাক্যাম্পে! মৃত একাধিক
তৎকালীন ইউপিএ সরকার ভিভিআইপিদের জন্য চপার কিনতে ২০১০ সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল। ৩৬০০ কোটি টাকার চুক্তিতে ১২টি চপার কেনার কথা হয়েছিল। কিন্তু ২০১৩ সালে অভিযোগ ওঠে, চুক্তিতে ঘুষের লেনদেন হয়েছে। সেখানে নাম জড়ায় তৎকালীন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে বিতর্কের মুখে মনমোহন সরকার চপার চুক্তি বাতিল করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করে ত্যাগীকে। তদন্তে দাবি করা হয়, ৩ দালালের মধ্যে মূল ছিলেন মিশেলই।