সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহেশতলায় আপ্লুত আট থেকে আশি

চিকিৎসা পরিষেবাকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Must read

চিকিৎসা পরিষেবাকে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার জুড়ে চলা এই স্বাস্থ্য শিবিরগুলিতে নিজে পরিদর্শন করছেন অভিষেক। সেবাশ্রয়-এর বাইরে চিকিৎসার প্রয়োজন হলে, সেই ব্যবস্থাও দায়িত্ব নিয়ে করছেন তিনি। বুধবার ,সকালে চক চাঁন্দুল রথতলা ও বাটা নিউল্যান্ড মাঠের সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। কথা বলেন উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অভিষেককে কাছে পেয়ে আপ্লুত সবাই।

আরও পড়ুন-কী কাণ্ড! কেন্দ্রীয় প্রকল্পেই উৎসাহ নেই ডাবল ইঞ্জিন রাজ্যে, চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষা মন্ত্রকের

২৭ ফেব্রুয়ারি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (TMC) মেগা সভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে ৭ লক্ষের বেশি ভোটে জেতার পর তিনি তিন মাস ঘুমোতে পারেননি এটা ভেবে যে এর প্রতিদানে তিনি কী করতে পারেন! এর পরেই সেবাশ্রয়-এর পরিকল্পনা করেন তিনি। সাফল্যের সঙ্গে চলছে এই স্বাস্থ্য শিবির। মাঝে মধ্যেই সেই স্বাস্থ্য শিবির কাজ খতিয়ে দেখছেন স্বয়ং সাংসদ। রোগীদের স্বার্থে করছেন জরুরি পদক্ষেপ।

আরও পড়ুন-ভারতের উপর শুল্ক ধার্য করার দিন ও হার ঘোষণা ট্রাম্পের

অভিষেককে (Abhishek Banerjee) হাতের নাগালে পেয়ে নানা কথা জানাচ্ছেন স্থানীয়রা। তিনি এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে। এদিন মহেশতলায় পৌঁছনো মাত্রই সাংসদ অভিষেককে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনিও স্বমহিমায় মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যের, সুবিধা-অসুবিধার।

মহেশতলায় সেবাশ্রয়ের শিবিরে অভিষেককে দেখতে জনতার ঢল নামে। সাংসদকে কাছে পেয়ে আবেগাপ্লুত আট থেকে আশি। সেবাশ্রয় শিবিরে তাঁকে ঘিরে জনতার উন্মাদনা ছিল নজরকাড়া। নিজেদের সুবিধা-অসুবিধার কথাও তাঁরা ভাগ করে নেন অভিষেকের সঙ্গে।

Latest article