প্রতিবেদন : চলন্ত এক্সপ্রেস ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটল দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা বিভাগের ছড়রা স্টেশনে। আজ বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বক্সার থেকে টাটানগরগামী দূরপাল্লার ট্রেনটিতে। যাত্রীরা কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। পুরুলিয়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
আরও পড়ুন-অক্সফোর্ডের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
দমকল আধিকারিক সুব্রত গোস্বামী জানিয়েছেন, ট্রেনের অসংরক্ষিত কামরার শৌচালয়ে আগুন লেগেছিল।
রেলের বড় কোনও আধিকারিককে ঘটনার একঘণ্টা পরেও ঘটনাস্থলে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলের কর্মী বলেন, ঘটনার জেরে প্রায় একঘণ্টা রেল চলাচল থমকে যায় ওই পথে। পরে দগ্ধ কামরাটি সরিয়ে ট্রেনটি আবার গন্তব্যে রওনা দেয়।