দুবাই, ৫ মার্চ : চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পরেই একদিনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টিভ স্মিথ। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারতের কাছে হারের পরেই ড্রেসিংরুমে স্মিথ নিজের অবসরের কথা সতীর্থদের জানিয়ে দিয়েছিলেন। তবে টেস্ট এবং টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্মিথ।
আরও পড়ুন-গুলি করে জ্যাকেট নিয়ে চম্পট দুষ্কৃতীদের, মৃত ১
পরে এক বিবৃতিতে স্মিথ নিজে জানিয়েছেন, ‘‘একদিনের ক্রিকেটে দুর্দান্ত একটি সফর কাটালাম। এই সফরের প্রতিটি মিনিট উপভোগ করেছি। অসাধারণ কিছু মুহূর্ত ও দুর্দান্ত সব স্মৃতি জড়িয়ে রয়েছে এই ফরম্যাটের সঙ্গে। দুটো বিশ্বকাপ জেতা তো জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি। আমার এই যাত্রায় অসাধারণ সব সতীর্থদেরও পাশে পেয়েছি।’’ স্মিথ আরও বলেছেন, ‘‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। তাই তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সেরা সময়। আপাতত টেস্ট ক্রিকেটই আমার কাছে অগ্রাধিকার পাবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্ট ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে অ্যাসেজ। লাল বলের ক্রিকেটে দেশকে এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।’’
আরও পড়ুন-ফাল্গুনেই বৈশাখের আমেজ, পুড়ছে বাংলা
৩৬ বছরের স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ১৭০টি একদিনের ম্যাচে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি-সহ মোট ৫৮০০ রান করেছেন। গড় ৪৩.২৮। লেগ স্পিন বল করে নিয়েছেন ২৮টি উইকেট। অস্ট্রেলিয়াকে ৬৪টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। জিতেছেন ৩২টি, হার ২৮টিতে। স্মিথ আবার জানিয়েছেন, যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। তিনি বলেছেন, ‘‘ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলছে বলে বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করি না। সেমিফাইনালে ওরা দারুণ খেলে আমাদের হারিয়েছে।’’