প্রতিবেদন : আই লিগের দ্বিতীয় ডিভিশনে বৃহস্পতিবার শীর্ষে থাকা চানমারি এফসি-র মুখোমুখি সেকেন্ড বয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। মিজোরামের ক্লাবকে হারালেই লিগ শীর্ষে উঠবে কিবু ভিকুনার দল। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ দুপুর ৩টে থেকে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে এক নম্বরে রয়েছে চানমারি। সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-তরুণদের জায়গা ছাড়ার এটাই সময়, একদিনের ক্রিকেট থেকে বিদায় স্মিথের
আগের ম্যাচেই বেঙ্গালুরু ইউনাইটেডকে তাদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর কিবুর দল। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন জবি জাস্টিন, বিক্রমজিৎ সিং ও সুপ্রদীপ হাজরা, মোহিত মিত্তলের মতো চার গুরুত্বপূর্ণ ফুটবলার। এই স্বস্তি যেমন রয়েছে, তেমনই জবি-নরহরি শ্রেষ্ঠার অফিস খেলা নিয়ে অস্বস্তিও রয়েছে ডায়মন্ড হারবার শিবিরে। কোচ কিবুর সহকারী দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘জবি, নরহরি অফিস খেলে বুধবার রাতেই ফিরেছে। পরের দিন কতটা খেলার জায়গায় থাকবে, সেটা দেখতে হবে। তবে কার্ড সমস্যা কাটিয়ে চার ফুটবলার ফিরছে, এটা অবশ্যই স্বস্তির দিক।’’
প্রতিপক্ষ চানমারিকে নিয়ে সমীহের সুর সহকারী কোচের গলায়। কারণ, আইজলের ক্লাবটি চলতি আই লিগ টু-এ সবথেকে কম গোল খেয়েছে। মাত্র ৩টি গোল হজম করেছে চানমারি। আবার লিগে সবচেয়ে বেশি ২২ গোল করেছে তারা। দেবরাজ বলছেন, ‘‘আমাদের জন্য খুব কঠিন ম্যাচ। তবে নির্দিষ্ট পরিকল্পনা আমাদেরও থাকবে