উত্তরবঙ্গে ফুটবল অ্যাকাডেমি সাদার্ন সমিতির

লাইসেন্সপ্রাপ্ত কোচেদের তত্ত্বাবধানে এখানে ট্রেনিং হবে। ক্লাবের লক্ষ্য হল এই অ্যাকাডেমিকে উত্তরবঙ্গ ফুটবলের আঁতুড়ঘর হিসাবে গড়ে তোলা।

Must read

প্রতিবেদন : উত্তরবঙ্গে ফুটবলার তৈরির কাজে হাত দিল সাদার্ন সমিতি। তারা উত্তরবঙ্গের ফুটবল শিক্ষার্থীদের জন্য শুরু করছে সাদার্ন সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল অ্যাকাডেমি। লাইসেন্সপ্রাপ্ত কোচেদের তত্ত্বাবধানে এখানে ট্রেনিং হবে। ক্লাবের লক্ষ্য হল এই অ্যাকাডেমিকে উত্তরবঙ্গ ফুটবলের আঁতুড়ঘর হিসাবে গড়ে তোলা।

আরও পড়ুন-তরুণদের জায়গা ছাড়ার এটাই সময়, একদিনের ক্রিকেট থেকে বিদায় স্মিথের

উত্তরবঙ্গ থেকে ফুটবলার তুলে নিয়ে গিয়ে কলকাতা ফুটবলে নিজেদের প্লেয়ার বলে খেলিয়ে দেওয়ার রাস্তায় না হেঁটে সম্পূর্ণ অন্য ভাবনা থেকে ক্লাবের এই প্রয়াস। আর এই উদ্যোগ মূলত কলকাতার প্রিমিয়ার লিগে খেলা সাদার্ন সমিতির চেয়ারপার্সন জিনিয়া রায়চৌধুরির। অ্যাকাডেমির বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী দেশ ভুটানের প্রাক্তন খ্যাতনামা ফুটবলার, ক্রীড়া সংগঠক ও প্রশাসকদের। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সম্মানিত হলেন জলপাইগুড়ির প্রাক্তন ফুটবলার মিলন ঘোষ, শঙ্কর সিংহ, মিহির সরকার, ভুটানের জাতীয় দলে প্রতিনিধিত্ব করা তাপসকুমার দত্ত, সাধন মুখোপাধ্যায়, জলপাইগুড়ির ক্রীড়া প্রশাসক সন্তু চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুহৃদ মণ্ডল ও এএফসি কোচিং কোর্সের ইনস্ট্রাক্টর প্রাক্তন ফুটবলার জয়ব্রত ঘোষ।

আরও পড়ুন-শীর্ষে ওঠার লড়াই নরহরিদের, আই লিগ টু-এ সামনে চানমারি

সাদার্ন সমিতির কর্ণধার তথা আইএফএ-র সহ সভাপতি সৌরভ পাল অ্যাকাডেমির ফুটবলারদের হাতে খেলার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, আমরা ক্ষণিকের চমকে বিশ্বাসী নই। বাংলার ফুটবলের স্বার্থে প্রতিভা তুলে আনতে আমরা বরাবরই পরিকল্পনামাফিক কাজ করতে পছন্দ করে এসেছি। সাদার্ন সমিতির এই উদ্যোগে উৎসাহিত স্থানীয় মানুষজনের আশা এখান থেকেই আগামী দিনে প্রদীপ বন্দোপাধ্যায়, সুভাষ ভৌমিক, ভলেন বাসুনিয়া, মনজিৎ সিং, বর্তমান ফুটবলার মনোজ মহম্মদ, সুজিত সিংদের মতো ফুটবলাররা উঠে আসবে। যারা বাংলা-সহ দেশের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিত্ব করবে।

Latest article