সংবাদদাতা, মালদহ: বাংলার বাড়ির নামে ফের কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, উপভোক্তা টাকা দিতে না পারায় তাঁকে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। মালদহের হবিবপুরের ঘটনা। অভিযোগ, আবাস যোজনায় ২০ হাজার টাকা কাটমানি নেওয়ার পর ফের ১০ হাজার ঢাকা কাটমানি দাবি করে। আর দাবিমতো কাটমানি দিতে না পারায় এক উপভোক্তার ছেলেকে মারধর করার অভিযোগ।
আরও পড়ুন-কেন্দ্রীয় প্রকল্পে পিছিয়ে ডবল ইঞ্জিন রাজ্য, এগিয়ে সেই বাংলাই
বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যদের ইন্ধনে মারধরের অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার ঋষিপুরের দেবীনগর গ্রামে। অভিযোগকারী সারিয়ান চৌধুরির অভিযোগ, বাড়ির ছাগল বেঁচে তাদের ২০ হাজার টাকা দেন। এরপর আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢোকে। কিন্তু কাজ শুরু করার পর সম্প্রতি তারা আরও ১০ হাজার টাকা দাবি করে।