কেন, রাচিনের ব্যাটে ফাইনালে নিউজিল্যান্ড

Must read

লাহোর: চিরকালীন চোকার্স তকমা এবারও ঘুচল না দক্ষিণ আফ্রিকার। আরও একটা আইসিসি টুর্নামেন্টের নক আউট থেকে বিদায় নিল তারা। গদ্দাফি স্টেডিয়ামে বাইশ গজের ব্যাটিং স্বর্গে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে রবিবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে সেই নিউজিল্যান্ড (new zealand)। গ্রুপ পর্বে রোহিত শর্মাদের কাছে হারলেও ফাইনালে নতুন লড়াই। আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভারতের পথের কাঁটা কিউয়িরা।
কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৩৬২ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড (new zealand)। সেই ধাক্কা আর সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার ৭১ বলে ৫৬ রানের মন্থর ইনিংস আরও সমস্যায় ফেলে দলকে। ৬৯ রান আসে ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে। এরপর টেলএন্ডার সঙ্গে নিয়ে একটা মরিয়া লড়াই চালিয়েছিলেন ডেভিড মিলার। ম্যাচের শেষ বলে সেঞ্চুরিও (৬৭ বলে ১০০) পূর্ণ করেন তিনি। তবে ম্যাচ হাতের বাইরে তার আগেই। কিউয়ি ক্যাপ্টেন মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ফিলিপস বল হাতে সফল।

আরও পড়ুন- আদিবাসী পর্ষদের নতুন প্রধান হলেন দুলাল মুর্মু

টসে জিতে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তোলে নিউজিল্যান্ড। অষ্টম ওভারে উইল ইয়ংকে হারাতে হলেও দ্বিতীয় উইকেট জুটিতে রাচিন ও উইলিয়ামসন ১৬৪ রান যোগ করে কার্যত ম্যাচ ছিনিয়ে নিয়ে যান। ‘প্রোটিয়া ফাঁদ’ সামলে দু’জনেই সেঞ্চুরি হাঁকান। রাচিন ১০৮ রান করেন। উইলিয়ামসনের সংগ্রহ ১০২। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাচিনের জোড়া সেঞ্চুরি হয়ে গেল। দু’জনে ফেরার পর শেষ ১০ ওভারে ঝড় তোলেন ডারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেলের (৩৭ বলে ৪৯) থেকেও ফিলিপসের ২৭ বলে অপরাজিত ৪৯ রানের ক্যামিও কিউয়িদের সাড়ে তিনশো রানের (৩৬২-৬) গণ্ডি টপকাতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার হয়ে কোনও বোলারই দাগ কাটতে পারেননি। এনগিডি, রাবাডারা উইকেট নিলেও পাটা উইকেটে প্রচুর রান বিলিয়েছেন।

Latest article