সংবাদদাতা, গড়বেতা : বুধবার রাতে রামজীবনপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool) সভাপতি আব্দুল লতিবের মৃত্যু হল গড়বেতার বনকাটি এলাকায়। জানা গিয়েছে, গড়বেতা থেকে মোটর বাইকে রামজীবনপুরের বাড়ি ফেরার সময় চন্দ্রকোনা-গড়বেতা রাজ্য সড়কের বনকাটি এলাকায় ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন-নৃশংস যোগীরাজ! ৫ বছরের মেয়েকে খুন করে ৪ টুকরো করল বাবা
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রামজীবনপুরের পুরপ্রধান কল্যাণ তেওয়ারি-সহ দলের নেতা-কর্মীরা। তৃণমূল নেতার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশাপাশি রামজীবনপুরের পুরবাসী এবং তৃণমূল নেতা-কর্মীরা।