জাতিগত শংসাপত্র, নথি চেয়ে পাঠাল লালবাজার

কলকাতা পুলিশে এখনও পর্যন্ত যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে কনস্টেবল পদে চাকরি পেয়েছে তাদের সকলের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে।

Must read

প্রতিবেদন : ভুয়ো ভোটার ধরতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস (Trinamool congress)। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট (Caste certificate) দিয়ে পুলিশ কনস্টেবলে নিয়োগ নিয়ে নড়েচড়ে বসল লালবাজার। ইতিমধ্যেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট যাচাই করতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশের সদর দফতর।

আরও পড়ুন-বাইকে ট্রাকের ধাক্কা মৃত্যু তৃণমূল নেতার

কলকাতা পুলিশে এখনও পর্যন্ত যারা কাস্ট সার্টিফিকেট দিয়ে কনস্টেবল পদে চাকরি পেয়েছে তাদের সকলের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে যোগাযোগ করেছে লালবাজার। জানা গিয়েছে ইতিমধ্যেই সেই নথি জমা করেছে। এবার ওই নথি খতিয়ে রেখে বিভিন্ন জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Latest article