প্রতিবেদন : এবার ঢেলে সাজছে হৃদরোগের চিকিৎসায় রাজ্যের নামী কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (Gandhi Memorial Hospital)। এই হাসপাতালের (Gandhi Memorial Hospital) সার্বিক পরিকাঠামো উন্নয়নে জোর দিয়ে নবকলেবরে সাজাতে রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় ১ কোটি টাকা। সেই টাকায় ইতিমধ্যেই নানাবিধ সংস্কারকাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, কম খরচে উন্নত পরিষেবা পাওয়া যায় এই হাসপাতালে। কিন্তু সংস্কার, রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশা হয়েছিল হাসপাতালটির। আগাছা, ভাঙাচোরা প্রবেশপথ, ওয়েটিং হলের অভাব, হাসপাতাল ভবনের জীর্ণ ছাদ, বর্ষায় জল পড়া ইত্যাদি মিলে ভোগান্তিতে পড়তে হত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে রোগী এবং তাঁদের পরিবারের মানুষজনকে। সম্প্রতি হাসপাতালটিকে ঢেলে সাজার উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষ রাজ্য সরকারের সহায়তা চান। সেইমতো মিলেছে রাজ্য সরকারের তরফে বড় অঙ্কের টাকা। হাসপাতাল সূত্রে খবর, সেই টাকায় অগ্রাধিকারের ভিত্তিতে হচ্ছে ছাদের সংস্কার। এতে খরচ হবে ৫৮ লক্ষ টাকা। হাসপাতাল চত্বরের আগাছা সরিয়ে প্রবেশ-প্রস্থানের মূল রাস্তাটি পরিষ্কার করার পাশাপাশি নতুন রাস্তা গড়তে খরচ হবে ১২ লক্ষ টাকা। রাতের সাথী প্রকল্পে পাওয়া টাকায় ভাঙাচোরা শৌচাগারগুলি সারানো হচ্ছে। মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হচ্ছে রেস্ট রুম। সঙ্গে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে। সুপার আশিস মৈত্রের কথায়, অনেক জায়গায় আমাদের ঘাটতি ছিল। হাসপাতালের হাল অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। রাজ্য সরকারের তরফে বিভিন্ন খাতে টাকা পেয়ে সেই টাকায় কাজ শুরু করা হয়েছে। ছ’মাসের মধ্যেই হাসপাতালের খোলনলচে বদলে ফেলা যাবে বলেই আমাদের আশা। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ারও চেষ্টা চলবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-বিভিন্ন শস্য বীজ উৎপাদনে রাজ্যকে স্বয়ম্ভর করতে উদ্যোগী কৃষি দফতর