ঢাকা, ৬ মার্চ : স্টিভ স্মিথের পর এবার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন আরও এক ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে মুশফিকুরও ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের হয়ে ২৭৪টি ওয়ান ডে ম্যাচ খেলা মুশফিকুর(Mushfiqur Rahim) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। বিশ্ব ক্রিকেটে আমাদের সাফল্য হয়তো সীমিত। তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে চাই, যখনই দেশের হয়ে খেলতে নেমেছি, নিজের একশো ভাগ দিয়েছি। শেষ কয়েকটা সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয়েছে, সরে দাঁড়ানোর জন্য সেরা সময় এটাই। আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ। ওঁদের জন্যই ১৯ বছর ধরে খেলা চালিয়ে যেতে পেরেছি।’’ প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ২৭৪টি একদিনের ম্যাচে ৯টি সেঞ্চুরি-সহ মোট ৭৭৯৫ রান করেছেন মুশফিকুর। ক্যাচ নিয়েছেন ২৪৩টি। স্টাম্পিং ৫৬টি।