প্রতিবেদন : বন্ধ থাকবে মা উড়ালপুলের (maa flyover) একাংশ। বৃহস্পতিবার থেকেই প্রতিদিন রাতে ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে মা উড়ালপুলের(maa flyover) একটি অংশ। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পার্কসার্কাস থেকে ইএম বাইপাসগামী পূর্ব ফ্ল্যাংটি বন্ধ রাখা হবে। কেএমডিএ-র তরফে সংস্কারমূলক কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানিয়েছে লালবাজার। পরিবর্ত রুটও জানানো হয়েছে পুলিশের তরফে। যে সমস্ত গাড়ি মা উড়ালপুল ধরে বাইপাসের দিকে যেতে চাইবে, তারা পার্কসার্কাস থেকে সুরাবর্দি রোড, দরগা রোড, চার নম্বর হয়ে বাইপাসের দিকে যাবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিরাতে ৫ ঘণ্টার জন্য বন্ধ থাকবে মা উড়ালপুলের এই অংশটি।
আরও পড়ুন- বোসের স্বেচ্ছাচার, বেআইনি বৈঠক