রানার আবেদনে পাত্তাই দিল না মার্কিন সুপ্রিম কোর্ট, ভারতে ফিরছে মুম্বই হামলার মূলচক্রী

Must read

শেষপর্যন্ত মুম্বই হামলার মূলচক্রী রানাকে ঘাড় ধাক্কা দিল আমেরিকা। ভারতে ফিরলে অত্যাচারের শিকার হতে হবে, এই মর্মে আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রানা (Tahawwur Rana)। তার আর্জি যথারীতি খারিজ করে দিল আদালত। এখন রানার ভারতে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

রানার আইনজীবী মার্কিন সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন, পাকিস্তানি মুসলিম হিসেবে মুম্বই হামলায় অভিযুক্ত হওয়ায় রানার ভারতে নির্যাতনের ঝুঁকি বেশি। রানা (Tahawwur Rana) জানিয়েছিলেন, যদি এই প্রত্যর্পণ স্থগিত না করা হয়, তাহলে সুপ্রিম কোর্টের এক্তিয়ার থাকবে না এবং শীঘ্রই আমার মৃত্যু হবে। রানার এই আবেদন কার্যত পাত্তাই দিলেন না মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা। ইতিমধ্যে প্রত্যার্পণের প্রক্রিয়া চলেছে ভারত-আমেরিকার মধ্যে।

আরও পড়ুন- বাংলার মডেলে অপরাধী ধরল মহারাষ্ট্র, রাজ্যের অভিযানের নেতৃত্বে ছিলেন ধৃতিমান

গতমাসে ট্রাম্প জানিয়েছিলেন, ‘মার্কিন প্রশাসন এক কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তিতে অনুমোদন দিয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটিয়েছিল রানা। বিচারের জন্য তাকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে।’ ২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার হয়েছিল। তাতে ৬ জন মার্কিন নাগরিক-সহ মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছিল৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার নাম সামনে আসে। হামলার ঘটনায় দোষী প্রমাণিত হয়েছে রানা ৷

 

Latest article