উড়িষার (Orissa) সরকারি হাসপাতালের অপারেশনে টেবিলে শুয়ে রয়েছেন প্রসূতি। ‘লেবার পেনে’ ছটফট করছেন হবু মা। এদিকে জেলা সদর হাসপাতালের নার্স বাচ্চার ডেলিভারি আটকে দিয়েছেন। নার্সের দাবি তাঁকে টাকা না দিলে হবে না অপারেশন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঝড়সুগুড়া জেলা সদর হাসপাতালের ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রসূতি বিভাগের এক নার্স অপারেশনের আগে মহিলার আত্মীয়দের থেকে টাকা নিচ্ছেন।
আরও পড়ুন-কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি
জানা গিয়েছে, নার্স আসলে অপারেশন থিয়েটারের নার্স-ইন-চার্জ নীলিমা প্যাটেল। একজন মহিলার কাছ থেকে টাকা নিতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই গেরুয়া রাজ্যে সরকারি ক্ষেত্রে এই ঘটনা স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই পরিস্থিতি সামাল দিতে মরিয়া স্বাস্থ্য অধিকর্তা। জানানো হয়েছে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে জেলা সদর হাসপাতাল কর্তৃক গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারী হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগে জানান যে তিনি মোট ২০০০ টাকা ঘুষ দিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লিতে গত বছর, সিবিআই দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে একটি বড় ঘুষ চক্রের পর্দাফাঁস হয়েছিল। সিবিআই প্রাথমিক তদন্ত করে দেখে আরএমএল হাসপাতালে ৫টি মডিউলের মাধ্যমে ঘুষ দেওয়া হচ্ছিল। দু’জন সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ সহ নয়জন গ্রেপ্তার হয়েছিল।