পেরেক মেরে মহিলাকে খুন!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নালন্দার বাহাদুরপুর গ্রামের রাস্তার পাশে ছাইয়ের গাদায় এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ দেখতে পান স্থানীয়রা।

Must read

প্রতিবেদন : বিহারের (Bihar) নালন্দায় উদ্ধার হল এক যুবতীর দেহ। অজ্ঞাতপরিচয় ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে খুনের ধরন ও নৃশংসতায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে ডবল ইঞ্জিন সরকারের বিহারের নারী-নিরাপত্তা। মৃত যুবতীর পায়ে পেরেকের অন্তত ১০টি গভীর ক্ষত মিলেছে। পিঠে গোঁজা ছিল স্যালাইনের নিডল। খোদ মুখ্যমন্ত্রী নীতীশের কুমারের জেলার এই ঘটনা সামনে আসতেই রাজ্যে নারী-সুরক্ষা নিয়ে সুর চড়িয়েছে আরজেডি-সহ বিরোধীরা।

আরও পড়ুন-ফেল-ওষুধে রাজ্যের ১৮ নির্দেশিকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নালন্দার বাহাদুরপুর গ্রামের রাস্তার পাশে ছাইয়ের গাদায় এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মহিলার বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। খুনের আগে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতার গোড়ালিতে অন্তত ১০টি পেরেক পোঁতার গভীর ক্ষত রয়েছে। সেই সঙ্গে ডান হাতে গোঁজা স্যালাইনের সুচ। পুলিশের অনুমান তাঁকে অন্য জায়গায় খুন করে ওখানে ফেলে যাওয়া হয়েছে। ঘটনার পিছনে কোনও কুসংস্কার থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Latest article