দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শীঘ্রই, নবান্নে সিদ্ধান্ত

দামোদর নদীর উপর নির্মিত ব্যারেজটি ইস্পাতনগরী দুর্গাপুর, কয়লাঞ্চল আসানসোল-সহ দক্ষিণবঙ্গের একটি বড় অংশকে যুক্ত করে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার দামোদর নদীর উপর অবস্থিত জরাজীর্ণ দুর্গাপুর ব্যারেজ সম্পূর্ণ মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই ব্যারেজের প্রতিটি গেট, ব্যারেজের উপরের রাস্তা-সহ সামগ্রিক মেরামতির কাজ শুরু হবে। শুক্রবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র, পূর্ত, সেচ-সহ সংশ্লিষ্ট দফতরের সচিবদের পাশাপাশি পুলিশের শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বর্ধমান ডিভিশনের কমিশনার এবং বর্ধমান জেলা প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন-দিল্লি বিমানবন্দরে রহস্যমৃত্যু মহিলা হেড কনস্টেবলের

দুর্গাপুর ব্যারেজের সংস্কারের জন্য এর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা প্রয়োজন। এদিন বৈঠকে সিদ্ধান্ত হয়, বেশ কিছুদিনের জন্য আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে ব্যারেজের উপর যান চলাচল। সেক্ষেত্রে অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। দামোদর নদীর উপর নির্মিত ব্যারেজটি ইস্পাতনগরী দুর্গাপুর, কয়লাঞ্চল আসানসোল-সহ দক্ষিণবঙ্গের একটি বড় অংশকে যুক্ত করে। এই পথেই যুক্ত হয় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়খণ্ড জেলা। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। সেক্ষেত্রে ব্যারেজের রাস্তা বন্ধ থাকলে চাপ বাড়বে বিকল্প পথ উপর। সেক্ষেত্রে ব্যারেজের রাস্তা বন্ধ বা থাকাকালীন যানবাহনের গতিমুখ কোনদিকে করা হবে, তা নিয়ে পুলিশের মতামত চাওয়া হয়েছে। ১৯৫৫ সালে তৈরি হয় ২ হাজার ২৭০ ফুট দৈর্ঘ্যের এই ব্যারেজ। ৩৯ ফুট উচ্চতার ৩৪টি গেট রয়েছে।

Latest article