প্রতিবেদন: পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল। একমাসেরও বেশি সময় ধরে পণবন্দি করে রেখেছিল প্যালেস্টাইন। অবশেষে বন্দি ১০ ভারতীয় শ্রমিককে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক থেকে উদ্ধার করল ইজরায়েলি সেনা। ভারতীয় দূতাবাসের তরফে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। জানা গিয়েছে, জেরুজালেমের কাছে ওয়েস্ট ব্যাঙ্কের গ্রামে কাজের টোপ দিয়ে ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হয়। কাজের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্যালেস্টাইনে আটকে রাখা হয় তাঁদের। ইজরায়েলে নির্মাণ শ্রমিক হিসেবেই কাজের খোঁজে এসেছিলেন তাঁরা। ইজরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধের মাঝেই লোভ দেখিয়ে তাঁদের নিয়ে গিয়ে পণবন্দি করে রাখে প্যালেস্টাইন।
আরও পড়ুন-বিজেপির ভোটমুখী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ডাক
শ্রমিকদের পাসপোর্টও কেড়ে নেওয়া হয়। সেই পাসপোর্ট ব্যবহার করে ইজরায়েলে বেআইনিভাবে প্রবেশের চেষ্টাও চালায় প্যালেস্টিনীয়রা। সীমান্তের একটি চেকপয়েন্টে কিছু সন্দেহভাজনকে চিহ্নিত করে ইজরায়েলি সেনা। শ্রমিকদের পাসপোর্ট ব্যাবহার করে ওই সন্দেহভাজন প্যালেস্টিনীয়রা ইজরায়েলে প্রবেশের চেষ্টায় ছিল। এরপরেই ধরা পড়ে যায় অনুপ্রবেশকারী প্যালেস্টিনীয়রা। আর পাসপোর্টের সূত্র ধরে মেলে ভারতীয় শ্রমিকদের খোঁজ। ইজরায়েলি সেনা ও অভিবাসন দফতর যৌথ অভিযান চালিয়ে ভারতীয় শ্রমিকদের উদ্ধার করে। এরপর তাঁদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইজরায়েলের ভারতীয় দূতাবাস। শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকেন, তাও সুনিশ্চিত করা হয়েছে দূতাবাসের তরফে। ইতিমধ্যেই শ্রমিকদের পাসপোর্ট উদ্ধার করে তা ফিরিয়ে দিয়েছে ইজরায়েলি সেনা।