প্রতিবেদন : বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ৫০তম নারীদিবসকে (Women’s Day) উদযাপন করল তৃণমূল মহিলা কংগ্রেস। শনিবার বিকেলে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হল শোভাযাত্রা। যার ক্যাচ লাইন ছিল, ‘‘নারীদিবস ৫০ বছরে/দিদি বাংলার ঘরে ঘরে’’। কলকাতার পাশাপাশি রাজ্য জুড়েই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের জন্য যেসব উল্লেখযোগ্য ঐতিহাসিক কাজ করেছেন তাঁর সেই কাজ ও ভাবনাকে আরও বেশি করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে এই উদ্যোগ। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২০১২ সাল থেকে ২০২৪ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলায় মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, বিধবাভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একের পর এক যুগান্তকারী জনমুখী প্রকল্প চালু করেছেন। যার নজির গোটা ভারতবর্ষে নেই। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছে অন্যান্য রাজ্য। তাঁর এই কর্মসূচিকে দিকে দিকে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এদিনের শোভাযাত্রায় চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও সাংসদ মালা রায়, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাংসদ দোলা সেন, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, শিউলি সাহা-সহ সংগঠনের মহিলা নেত্রীরা তো ছিলেনই, আরও ছিলেন হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থকরা।
আরও পড়ুন- হালতু-কাণ্ডে গ্রেফতার আরও ১ লোন এজেন্ট