প্রতিবেদন : টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের সাহায্যার্থে বিশাল স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছে ফেডারেশন। এই স্বাস্থ্যশিবিরকে ঘিরে প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং টেকনিশিয়ানরা মিলেমিশে একাকার। বেশ কিছুদিন ধরেই কিছু তারকা-পরিচালকদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল ফেডারেশনের। কিন্তু শনিবার সকালে দেখা গেল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত স্বাস্থ্যশিবিরে মন্ত্রী অরূপ বিশ্বাস যখন উদ্বোধন করতে এলেন, তখন তাঁর সঙ্গে উদ্বোধনে হাজির প্রখ্যাত তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং অরিন্দম শীল। অবশ্যই উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও। পুরো অনুষ্ঠানটি তাঁরই পৌরোহিত্যে সম্পন্ন হয়। এদিন স্বাস্থ্যশিবিরের সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী একটি শুভেচ্ছাবার্তা পাঠান। ফেডারেশনের সমস্ত কলাকুশলীকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বারুইপুরে নয়া বাসরুট চালু
পরবর্তী সময়ে টেকনিশিয়ানদের স্বাস্থ্যশিবিরে হাজির হন প্রযোজক নিসপাল সিং রানে, প্রযোজক রানা সরকার। উপস্থিত হন পরিচালক ও প্রখ্যাত সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এছাড়াও ছিলেন অভিনেতা ভরত কল। ছিলেন জি-টিভির আধিকারিকরাও। বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ বলেন, পর্দায় হয়তো নায়ক-নায়িকাকে দেখা যায় কিন্তু পর্দার পিছনে থাকেন বহু উপেক্ষিত নায়ক। পর্দায় দেখা ব্যক্তিরা কিছু বললে সহজেই তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু পর্দার পিছনে যাঁরা থেকে সিনেমাটিকে ঠিকঠাক রূপায়িত করতে সাহায্য করেন তাঁদের কথা কেউ জানতেও পারেন না। এইসব কলাকুশলীর জন্য রয়েছে ফেডারেশন। বামফ্রন্ট আমলে এই টেকনিশিয়ান স্টুডিওতে একা লোকে ঢুকতে ভয় পেত। এতটাই অব্যবস্থা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডিওগুলির পরিকাঠামোর প্রভূত উন্নতি করেছেন। প্রায় ৮ হাজারের উপর সদস্য, ২৬টি গিল্ডকে নিয়ে স্বরূপ বিশ্বাস অসাধারণ কাজ করছেন। প্রযোজক রানা সরকার বলেন, ফেডারেশনের কোনও সদস্য-টেকনিশিয়ান আজ পর্যন্ত ফেডারেশনের বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি। যাবতীয় অভিযোগ আনা হয় ফেডারেশনের বাইরে থেকে। তিনটি হাসপাতাল নারায়ণী, বি পি পোদ্দার আর মণিপল স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছে টেকনিশিয়ানদের সঙ্গে হাত মিলিয়ে। এদিন বহু সদস্য টেকনিশিয়ান স্টুডিওতে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্যশিবির ঘুরে দেখেন কুণাল ঘোষ-সহ অন্যরা। শোনা যাচ্ছে দু’দিনব্যাপী এই স্বাস্থ্যশিবিরে সোমবার হাজির থাকতে পারেন প্রখ্যাত চিত্রতারকারা।