রবিবার সকালে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন

প্রাণ বাঁচাতে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান।

Must read

রবিবার সাতসকালে ভয়াবহ আগুন সন্তোষপুর স্টেশনে (Santoshpur)। এই অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বজবজ শিয়ালদহ শাখায়। সন্তোষপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম লাগোয়া প্রায় ২০টির বেশি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সূত্রের খবর, সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ প্রথম আগুন দেখা যায়। স্টেশনের পাশে থাকা একটি দোকানে আগুন লাগে। নিমেষের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও।

আরও পড়ুন-বদলা নিয়েই শিল্ড হাতে দিমিত্রিরা

ছুটির দিন হলেও স্টেশনে ভিড় ছিল ভালোই। আগুন লাগার খবর সামনে আসতেই শোরগোল শুরু হয়ে যায় স্টেশনজুড়ে। প্রাণ বাঁচাতে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি করে জল ঢালতে থাকেন। কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমদলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কালো ধোঁয়া, বিকট গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কিছুক্ষণের জন্য ওই লাইন দিয়ে কোনও লোকাল ট্রেন যাতায়াত করতে পারেনি। স্বাভাবিকইভাবেই অন্যান্য স্টেশনে উদ্বেগ বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে সেটা যদিও এখনো স্পষ্ট নয়। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

Latest article