পরিকল্পনা করেই নৈরাজ্য

একশ্রেণির ছাত্ররা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কুক্ষিগত করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন দ্বীপ করে রাখতে চাইছে।

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে। একশ্রেণির ছাত্ররা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে কুক্ষিগত করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন দ্বীপ করে রাখতে চাইছে। এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত করে ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলল দেশ বাঁচাও গণমঞ্চ। যাদবপুরে যাতে দ্রুত শিক্ষার ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই দাবিও করলেন তাঁরা। দেশ বাঁচাও গণমঞ্চের প্রশ্ন, ওয়েবকুপার সম্মেলনটি ছিল শিক্ষায় গৈরিকীকরণের বিরুদ্ধে।

আরও পড়ুন-দিনের কবিতা

সেই সম্মেলনের উপর দুটি বামপন্থী ছাত্র সংগঠনের হামলা কেন চালাবে? সংগঠনের সদস্যদের মতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘আলাদা’ প্রমাণ করতে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চায় এক শ্রেণির পড়ুয়ারা। তাঁদের প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি একটি বিচ্ছিন্ন দ্বীপ? সারা রাজ্যে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে, প্রত্যেকে তাঁদের মত প্রকাশ করতে পারছেন, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে কেন কোনও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে না? গোটা ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করা হয় গণমঞ্চের পক্ষ থেকে। সেদিন সম্মেলনে হামলা চালানো ছাত্রদের গুন্ডা বলেই মনে করছে গণমঞ্চ। আর এই পরিস্থিতি বেশিদিন চললে সেখানে পঠন-পাঠন শিকেয় উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের সদস্য-সহ একাধিক যাদবপুরের প্রাক্তনী।

Latest article