বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব

এর পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র তরফে সংসদীয় কক্ষে তীব্র প্রতিবাদ জানানো হতে পারে তামিলনাড়ুর ডিলিমিটেশন ইস্যুকে হাতিয়ার করে৷

Must read

প্রতিবেদন : আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব৷ শাসক বনাম বিরোধী লড়াইয়ে প্রথমদিন থেকেই উত্তপ্ত হতে পারে এই অধিবেশন, দাবি সংসদীয় সূত্রের৷ ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে এই অধিবেশনে সংসদের উভয় কক্ষে ঝড় তুলবেন তৃণমূল সাংসদরা, আগেই জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷ দেশে মোট কতগুলি ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু হয়েছে? নির্বাচন কমিশনের দাবিমতো তিনমাসের মধ্যে এই ত্রুটি দূর করা হবে কী করে? সংসদীয় কক্ষে দাঁড়িয়ে এই প্রশ্নই তুলবেন তৃণমূল সাংসদরা৷ এই ইস্যুতেই তৃণমূলের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে চেপে ধরতে পারে সমাজবাদী পার্টি, আরজেডি, আম আদমি পার্টি সহ বিরোধী শিবিরের অন্যান্য প্রভাবশালী দলগুলিও৷

আরও পড়ুন-মার্কিন নাগরিকদের উপরে হামলা হতে পারে আচমকাই, পাকিস্তানে না যাওয়ার পরামর্শ

এর পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-র তরফে সংসদীয় কক্ষে তীব্র প্রতিবাদ জানানো হতে পারে তামিলনাড়ুর ডিলিমিটেশন ইস্যুকে হাতিয়ার করে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যেই সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ এক ঝাঁক রাজনৈতিক নেতা-নেত্রীকে চিঠি লিখে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস ভাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য একজোট হওয়ার কথা বলেছেন৷ এর সঙ্গে বিরোধীদের তোপের হাতিয়ার হতে পারে মার্কিন মুলুক থেকে অমানবিকভাবে ভারতীয়দের দেশে ফেরানোর প্রসঙ্গ এবং মণিপুরে নতুন করে শুরু হওয়া হিংসার ঘটনা৷
পক্ষান্তরে, এবারের সংসদীয় অধিবেশনেই মোদি সরকার পাশ করাতে পারে ওয়াকফ সংশোধনী বিল৷ ইতিমধ্যেই জেপিসি রিপোর্টে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই গায়ের জোরে এই অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পাশ করে আরও একবার সংসদীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করতে পারে শাসক শিবির৷ এর পাশাপাশি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তকে অনুমোদন করা হতে পারে সংসদের তরফে৷ সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে মণিপুরের বাজেট পেশ করতে পারেন৷

Latest article