এলাকায় ক্রমে জমি হারাচ্ছে রাম-বামেরা, ভগবানপুরে সমবায়ে ৪৪-৭-এ জয়ী তৃণমূল

তবে আগেও এই সমবায় ছিল তৃণমূলের হাতে। এই সমবায়টি মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েতের অধীন। ওই অঞ্চলটিও বর্তমানে তৃণমূলের আয়ত্তাধীন।

Must read

সংবাদদাতা, ভগবানপুর : রবিবার ভগবানপুর ১ ব্লকের পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেটস নির্বাচন ছিল। সমবায় নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রেখেই এক্ষেত্রেও বিপুল জয় পেল তৃণমূল (TMC) । মোট আসন ৫১টির ৪৪টিই জিতে নেন তৃণমূল প্রার্থীরা। বাকি ৭ আসন যায় রাম-বামেদের ঝুলিতে। রবিবার বিকেলে নির্বাচনে জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবির নিয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জানা গিয়েছে, এই সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে যায় প্রায় দেড় বছর আগে। তবে আগেও এই সমবায় ছিল তৃণমূলের হাতে। এই সমবায়টি মহম্মদপুর ২ গ্রাম পঞ্চায়েতের অধীন। ওই অঞ্চলটিও বর্তমানে তৃণমূলের আয়ত্তাধীন।

আরও পড়ুন-দুর্ঘটনা থেকে রেহাই, ২২টি বগি ফেলে এগোল মালগাড়ি

ফলে সমবায়ে জিতে বাড়তি অক্সিজেন পেয়ে গেল শাসক শিবির। সমবায়ে মনোনয়ন পর্বে একটি আসনে জয়ী হয় তৃণমূল। রবিবার বাকি ৫০টি আসনের ভোট হয়। যার ৪৩টিই পায় তৃণমূল। এই সমবায়ের মোট ভোটার ১২৫৬। ভোট পড়ে ৯০%। এই এলাকাটি এক সময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল। বর্তমানে যেভাবে তৃণমূলের জয় উঠে আসছে এলাকা থেকে, তাতে পায়ের তলার জমি হারাচ্ছে বিজেপি এটা স্পষ্ট। রবিবার জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান ভগবানপুর ১ ব্লক তৃণমূল সভাপতি রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পন্ডা, ব্লক যুব তৃণমূল সভাপতি সৌরভকান্তি বেরা-সহ অন্যরা। অরূপসুন্দর পণ্ডা বলেন,‍‘‘এর থেকে প্রমাণ, মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। রাজ্যে যেভাবে ঢেলে উন্নয়ন হচ্ছে তাতে তৃণমূলের বিকল্প নেই।’’

Latest article