প্রতিবেদন : আন্তোনিও লোপেজ হাবাস এখনও পর্যন্ত মোহনবাগানের কোচের হটসিটে সবচেয়ে সফল। গতবার তাঁর কোচিংয়েই প্রথমবার লিগ-শিল্ড জেতে সবুজ-মেরুন। ২০২২-২৩ মরশুমে আইএসএল কাপ ঘরে তোলে হাবাসের মোহনবাগান। পূর্বসূরিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ জোসে ফ্রান্সিসকো মোলিনার কাছে। শিল্ডের পর কাপ জিতে দ্বিমুকুট জয়ের হাতছানি বাগানের স্প্যানিশ বসের সামনে। উৎসবের আবহেই শুভাশিস বসুদের হেড স্যর নির্দ্বিধায় জানিয়ে দিলেন, মোহনবাগানের মতো টিমের কোচ হওয়া কতটা চাপের।
আরও পড়ুন-দুর্ঘটনা থেকে রেহাই, ২২টি বগি ফেলে এগোল মালগাড়ি
মোলিনার কথায়, ‘‘মোহনবাগান ক্লাবের কোচ হওয়াটা সবসময় বড় দায়িত্ব। কারণ, প্রত্যেকে জানেন, মোহনবাগানের কোচ হওয়ার মানে কী এবং কতটা চাপ নিতে হয়। গত মরশুমে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কিছুই সহজ ছিল না। পরপর শিল্ড জেতার চাপ ছিল। মরশুমের শুরুতেই আমার খেলোয়াড়দের বলেছিলাম, এই বছরটা খুব কঠিন হতে যাচ্ছে। কারণ, তোমরা চ্যাম্পিয়ন। সবাই তোমাদের হারানোর চেষ্টা করবে। তাই আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং সবাইকে প্রমাণ করতে হবে যে তোমরা সত্যিই চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়। বিজয়ী হওয়া কঠিন। কিন্তু জয়ের ধারাবাহিকতা ধরে রাখা আরও কঠিন। আমার ছেলেরা প্রমাণ করেছে, তারা চ্যাম্পিয়ন খেলোয়াড়। এই বছরটা নিশ্চিতভাবেই গতবারের চেয়ে কঠিন ছিল।’’
আরও পড়ুন-দেগঙ্গায় ভুতুড়ে ভোটার
২৪ ম্যাচে মাত্র দু’টিতে হার, সর্বাধিক ১৭ গোল, ১৫টি ক্লিন-শিট, লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট (৫৬)। নানা নজিরে লিগ-শিল্ড জয়। অবিশ্বাস্য কীর্তির পর মোলিনার মাথায় এখনই পরের মরশুম নিয়ে চিন্তা। বলছেন, ‘‘জানি না, পরের মরশুমে কী করব! সবার প্রত্যাশা বেড়ে যাবে। তাই আরও কঠিন হবে সাফল্য ধরে রাখা।’’ মাঠ থেকে ড্রেসিংরুম শিল্ড হাতে নিয়ে নেচে-গেয়ে উৎসবে মাতেন শুভাশিস বসু, জেসন কামিন্সরা। সেলিব্রেশনের আবহেই রবিবার সকালে ফুটবলাররা ছুটিতে গেলেন। ১৮ মার্চ আইএসএল কাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু হবে। মনবীর, লিস্টন, বিশাল শুভাশিসরা যাচ্ছেন জাতীয় শিবিরে। মোলিনা বলছেন, ‘‘পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নক আউটের আগে যথেষ্ট শক্তিশালী হয়েই ফিরব আমরা।’’ এদিকে আজ ক্লাবে পতাকা উত্তোলন।