কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে (Justice Joymalya Bagchi) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ছাড়পত্র দেওয়া হল। সোমবার কেন্দ্রের আইন মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানোর পরই শুভেচ্ছা জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স বার্তায় তিনি লেখেন, এই সিদ্ধান্ত আমাদের গর্বিত করে। বিচারপতি জয়মাল্য বাগচিকে অভিনন্দন। ভারতের রাষ্ট্রপতি তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি বাগচীর ভবিষ্যৎ গৌরবময় ইনিংসের জন্য শুভেচ্ছা।
আরও পড়ুন- কেন্দ্রের রিপোর্টে বাংলার ৪ স্বীকৃতি! MSME-তে রাজ্যের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর
এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিজ্ঞপ্তি দিয়ে জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে (Justice Joymalya Bagchi)। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনেই বিচারপতি জয়মাল্য বাগচীকে আনা হল সুপ্রিম কোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্তের পর আরও এক বাঙালি বিচারপতিকে শীর্ষ আদালতে দেখা যাবে। ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ১৩ বছরেরও বেশি সময় উচ্চ আদালতে বিচার ভার সামলানোর পর তিনি পা রাখতে চলেছেন সুপ্রিম কোর্টে। ছ’বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে থাকবেন বিচারপতি বাগচী। ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ারও সম্ভাবনাও থাকছে তাঁর।