রাজ্যে কেন্দ্রীয় বরাদ্দ কমেছে ৫৮ শতাংশ, সংসদে বকেয়া আদায়ের নোটিশ তৃণমূলের

পশ্চিমবঙ্গ সরকার সব নিয়ম মেনে কাজ করার পরে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথামাফিক ইউটাইলেজশন সার্টিফিকেটও জমা দিয়েছে৷

Must read

প্রতিবেদন: বাংলার ন্যায্য বকেয়া টাকা দিতেই হবে, লোকসভায় নোটিশ পেশ করে দাবি জানালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷ দিনের পর দিন ধরে বাংলার সঙ্গে কিভাবে অর্থনৈতিক প্রতিরোধ জারি রাখা হচ্ছে, তা পুরোপুরি অগণতান্ত্রিক, পরিসংখ্যান পেশ করে দাবি জানিয়েছেন কীর্তি আজাদ৷ বিগত চার বছরে সব থেকে বেশি বঞ্চনা করা হয়েছে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গকে, দাবি করেছেন কীর্তি আজাদ৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, বাংলার প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ কমানো হয়েছে ৫৮ শতাংশ, যা অন্যান্য রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি৷ কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির ফলে বাংলার লক্ষ লক্ষ লোককে ভুগতে হচ্ছে৷ কেন এমন হবে? লোকসভায় নোটিশ দিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ৷

আরও পড়ুন-লজ্জাজনক পরিস্থিতি রেলের, দায় স্বীকার করে পদত্যাগ করুন রেলমন্ত্রী

পশ্চিমবঙ্গ সরকার সব নিয়ম মেনে কাজ করার পরে কেন্দ্রীয় সরকারের কাছে প্রথামাফিক ইউটাইলেজশন সার্টিফিকেটও জমা দিয়েছে৷ তারপরেও স্বেচ্ছাচারী প্রতিহিংসামূলক রাজনীতির উদাহরণ দেখিয়ে যেভাবে বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে মোদি সরকার, তা পুরোপুরি অগণতান্ত্রিক, সাফ জানিয়ে দিয়েছেন কীর্তি আজাদ৷ ২০১৯ সাল থেকে বাংলায় পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মনরেগা প্রকল্প সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে মোদি সরকার৷ এই কারণে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার সাধারণ মানুষ, সাফ দাবি করেছেন কীর্তি আজাদ৷ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের খাতে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি৷

Latest article