যাদবপুরে দেওয়ালে ফের ‘আজাদ কাশ্মীর’ পোস্টার

যাদবপুরে (Jadavpur) দেশবিরোধী কার্যকলাপ! রাষ্ট্রবিরোধী 'আজাদ কাশ্মীর' স্লোগান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে।

Must read

প্রতিবেদন : যাদবপুরে (Jadavpur) দেশবিরোধী কার্যকলাপ! রাষ্ট্রবিরোধী ‘আজাদ কাশ্মীর’ স্লোগান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে। সোমবার বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি বিভাগের সামনে পোস্টারের ধাঁচে এমনই দেওয়াল লিখন চোখে পড়ল। তাতে কাশ্মীর প্রসঙ্গ ছাড়াও প্যালেস্তাইন, লাদাখের মতো সংবেদনশীল বিষয়েও উসকানি ও প্ররোচনামূলক মন্তব্য রয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

দেশ তথা রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি তাহলে সত্যিই দেশবিরোধী, সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে? উঠছে সেই প্রশ্নই। যাদবপুর থানা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই কাজ কি মাও-মাকুদেরই? তদন্ত করে দেখছে পুলিশ। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা মেধা-সম্পদের জায়গা। আমাদের গর্ব। কিন্তু সেখানকার কতিপয় পড়ুয়া রাজনীতি বা ভাষাগতভাবে ভয়ঙ্কর বিপথগামী। আজাদ কাশ্মীরের স্লোগান? ভাবা যায়? এটা তো দেশবিরোধী! স্বাধীন ভারতে দাঁড়িয়ে এই বিপথগামী ছেলে-মেয়েগুলোকে সেটা বোঝাতে হবে। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ।

Latest article