পার্ক সার্কাসে লরির সঙ্গে রেষারেষিতে প্রাণ হারলেন বাইক আরোহী

Must read

ফের বেপরোয়া গতির বলি এক যুবক। মঙ্গলবার দুপুরে কলকাতার পার্ক সার্কাসের (Park Circus Accident) সেভেন পয়েন্টের কাছে লরির সঙ্গে রেষারেষি করতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ। লরি বাজেয়াপ্ত করে বেনিয়াপুকুর থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-শতাধিক যাত্রী-সহ বালুচিস্তান সীমানায় ট্রেন হাইজ্যাক! ৬ পাক সেনা খতম

স্থানীয় সূত্র অনুযাযী, দুপুরে পার্ক সার্কাসের (Park Circus Accident) ৪ নম্বর থেকে একটি লরি সঙ্গে রেষারেষি করতে করতে সেভেন পয়েন্টের দিকে এগোয় বেপরোয়া গতিতে চলা একটি বাইক। মোড়ের কাছেই তাদের মধ্যে ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। তিনি পেশায় অ্যাপ বাইক চালক। লোকেশন অন করেই তিনি গন্তব্যে যাচ্ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতেল নিয়ে গেলে মৃত বলে ঘটনা করা হয়। দুর্ঘটনার জেরে ওই অঞ্চলে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

মহানগরীর রাস্তায় বেলাগাম গতিতে রাশ টানতে সবসময় কড়া নজরদারি রয়েছে পুলিশের। চলছে সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার। কিন্তু তার পরেও রেষারেষির ঘটনা থামছে না।

Latest article