পানিহাটি পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ

Must read

প্রতিবেদন : সরকারি মাঠ অবৈধভাবে বিক্রির অভিযোগে কড়া পদক্ষেপ রাজ্যের! বিধানসভা থেকে পানিহাটি (Panihati Municipality) পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়কে ফোন করে এই নির্দেশ দেন পুরমন্ত্রী।

আরও পড়ুন- বাংলায় শিল্পে জোয়ার আসছে, মান্যতা কেন্দ্রের রিপোর্টেই

মলয়ের বিরুদ্ধে পানিহাটি (Panihati Municipality) এলাকার অমরাবতী মাঠ অবৈধ ভাবে বিক্রির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মলয় রায়ের বিরুদ্ধে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়ে। মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের দেওয়া সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন মুখ্যসচিব। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ফোন করে পদত্যাগের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী।

Latest article