প্রতিবেদন: অদ্ভুত ব্যাপার! আর্থিক বিকাশের লক্ষ্যে দেশে বরাবরই জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করে এসেছে সরকার, জনবিস্ফোরণের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজবিজ্ঞানীরা। কিন্তু কোনও এক রহস্যজনক কারণে বেশ কিছুদিন হল সম্পূর্ণ উল্টোপথে হাঁটতে শুরু করেছেন বিজেপি-বন্ধু অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সওয়াল করছেন বড় পরিবারের পক্ষে। আর তাতেই উৎসাহের বন্যা চন্দ্রবাবুর তেলুগু দেশম পার্টির সাংসদ আপ্পালা নাইডুর মনে।
আরও পড়ুন-ওষুধ বিক্রিতে আবশ্যক কিউ আর কোড স্ক্যানিং
বিজয়নগরমের সাংসদ সগৌরবে ঘোষণা করেছেন, তৃতীয় সন্তানের জন্ম দিলে তিনি দেবেন ৫০ হাজার টাকা পুরস্কার। এখানেই শেষ নয়, পুত্রসন্তান হলে প্রসূতিকে উপহার দেবেন একটি গরুও। নিজের দলের সাংসদের এই ঘোষণায় পুলকিত চন্দ্রবাবু। পুরো বিষয়টি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রতিক্রিয়া? একদিকে বিস্ময়, অন্যদিকে তীব্র সমালোচনা এবং নিন্দায় মুখর সুস্থবুদ্ধিসম্পন্ন নাগরিকরা? প্রশ্ন একটাই, রাজনৈতিক ফায়দা লোটার অঙ্কে নেপথ্যে কি কলকাঠি নাড়ছে মোদির বিজেপি? লক্ষণীয়, দক্ষিণের রাজ্যগুলিতে পরিবার প্রসারের পক্ষে এখন সওয়াল করছেন বিজেপি বিরোধী নেতারাও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও।