প্রতিবেদন: এপিক দুর্নীতি নিয়ে সংসদের বাইরেও লড়াই করবে তৃণমূল (Trinamool)। গড়বে জনমত। মঙ্গলবার সংসদের বাইরে এসে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে এক হাত নিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বললেন, একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম কীভাবে থাকে? এটাই আমরা প্রশ্ন তুলেছিলাম।
আরও পড়ুন-অন্ধ্রে আজব কাণ্ড, তৃতীয় সন্তান পুত্র হলেই উপহার গরু
কমিশন সেকথা মেনেও নিয়েছে। জানিয়েছে, তিনমাসের মধ্যে তা সংশোধন করবে। কিন্তু আমাদের প্রশ্ন হল, এমন ভোটারের সংখ্যা ঠিক কত? তা জানাতে হবে। তাই আমরা সংসদে আলোচনার দাবি করেছিলাম। কিন্তু ডেপুটি চেয়ারম্যান সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তাই আমরা ওয়াকআউট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে সংসদে এবং বাইরে জনমত গড়ে তোলার কাজ চালিয়ে যাব।