চুরি যাওয়া গণেশ মূর্তি উদ্ধার করে মন্দিরে ফেরাল পুলিশ

মন্দির কমিটির পক্ষে শেখর ছেত্রী বলেন, এটা অত্যন্ত খুশির খবর পুলিশ দ্রুত মূর্তি উদ্ধার করেছে এবং আমাদের হাতে সমর্পণ করেছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চা-বাগানের শ্রমিক মহল্লার গণেশ মন্দির। সকাল-সন্ধে মন্দিরে ভিড় করেন ভক্তরা। মাস খানেক আগে মন্দিরের তালা ভেঙে ২৫ কেজি ওজনের পিতলের গণেশ মূর্তি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় মাল থানায়। শুরু হয় জোরকদমে তল্লাশি। অবশেষে সেই গণেশ মূর্তি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-রাজধানী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত জাতীয় শহর, গড় আয়ু কমছে ৫ বছর

ডুয়ার্সের তিস্তাপারের এলেনবাড়ি চা-বাগানের গৌরী লাইন শ্রমিক মহল্লার মন্দির কমিটির হাতে সেই মূর্তি তুলে দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ওই মন্দির থেকে সুবিশাল গণেশ মূর্তিটি মন্দিরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোরের দল। যথারীতি মন্দির কমিটির পক্ষ থেকে মাল থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। অভিযোগ হতেই তদন্তে নামে পুলিশ। মাত্র দু’দিনের মধ্যে চুরি যাওয়া মূর্তি উদ্ধার হয় এবং মন্দির কমিটির প্রতিনিধিদের ডেকে যাচাই করে নেওয়া হয়।
তারপর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সেই মূর্তি তুলে দেওয়া হয় মন্দির কমিটির লোকজনের হাতে। সেখানে উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক-সহ অন্য পুলিশ কর্মীরা। মন্দির কমিটির পক্ষে শেখর ছেত্রী বলেন, এটা অত্যন্ত খুশির খবর পুলিশ দ্রুত মূর্তি উদ্ধার করেছে এবং আমাদের হাতে সমর্পণ করেছে।

Latest article