প্রতিবেদন : ঝুলি থেকে শেষে বেরিয়েই পড়ল বেড়াল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা থেকে যাদবপুর-কাণ্ডে গোটা ঘটনার নেপথ্যে যে সিপিএমই ছিল, তা স্পষ্ট হয়ে গেল আরও একবার। পোস্টারকাণ্ডে এসএফআই (SFI) সদস্যদের জিজ্ঞাসাবাদে সুস্পষ্ট হল সিপিএম-যোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষামন্ত্রী গাড়িতে হামলাই নয়, রাতের অন্ধকারে চুপিসারে তাঁর বাড়ির দেওয়ালে পোস্টার লাগানোতেও ছিল সিপিএমের হাত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির দেওয়ালে ‘ওয়ান্টেড’ পোস্টার সাঁটানো হয়।
আরও পড়ুন-দিনের কবিতা
সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে মঙ্গলবার সন্ধেয় লেকটাউন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনজনই সক্রিয় এসএফআই কর্মী। পুলিশি জেরায় তারা স্বীকার করে নেয়, উত্তর ২৪ পরগনার সিপিএমের জেলা সম্পাদক পলাশ দাসের নির্দেশেই তাঁরা এই কাজ করেছেন। পরে পলাশ দাসকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ফলে জলের মতো স্পষ্ট হয়ে যায় যাদবপুর-কাণ্ডের চিত্রনাট্য ছিল সিপিএমের তৈরি। তদন্তে নেমে লেকটাউন থানার পুলিশ তিনজন এসএফআই সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে এসএফআইয়ের সক্রিয় কর্মী ঋতঙ্কর দাশ-সহ তিনজন স্বীকার করে, শিক্ষামন্ত্রীর বাড়ির বাইরে দেওয়ালে তারা পোস্টার লাগায়। সিপিএম নেতা পলাশ দাশ তাদের এই নির্দেশ দেন। কয়েকদিন আগে এই পলাশ দাসই সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক নিযুক্ত হন।