সংবাদদাতা, মহিষাদল : মহিষাদলে ইফতার (Iftar) পার্টির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৭০ জন। জানা গিয়েছে, গত সোমবার মহিষাদলের (Mahishadal) কাঞ্চনপুরে একই সঙ্গে ইফতার করেন প্রায় ১২০ জন। এরপর রাত থেকে মাথা ঘোরা-সহ একাধিক উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার তাঁরা সকাল থেকে ফের রোজা রাখেন।
আরও পড়ুন-সিআইআইয়ের সভায় শশী, নারী ক্ষমতায়ন লক্ষ্য রাজ্যের
বিকেল থেকে অসুস্থতা বাড়তে থাকে। বমি, মাথা ঘোরার উপসর্গ নিয়ে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় প্রায় ৭০ জনকে। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। চিকিৎসাধীন মানুষদের দেখতে হাসপাতালে ছুটে আসেন মহিলাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস পন্ডা-সহ অন্যরা।