প্রতিবেদন : কামতাপুরি ও রাজবংশী ভাষায় (Language) শিক্ষাদান নিয়ে মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অধ্যক্ষের মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। জানান, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কামতাপুরি বা রাজবংশী ভাষাকে সরকারি স্বীকৃতি দিয়েছেন। এরপরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ এলাকায় কামতাপুরি বা রাজবংশী সমাজের লোকজন বসবাস করেন, সেই ছাত্রছাত্রীদের প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় শিক্ষাদানের জন্য তিনি একাধিক স্কুলের অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন-সবুজসাথীর সাইকেল প্রদান
এখনও আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কামতাপুরি ভাষায় আরও বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় তৈরি হলে সেখানকার ভূমিপুত্র ও ছাত্রছাত্রীরা কামতাপুরি ও রাজবংশী ভাষায় প্রাথমিক পাঠদানের সুযোগ পাবে। সুমনের এই প্রশ্নের জবােব ব্রাত্য জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই নিয়ে সদর্থক ভূমিকা পালন করেছেন। তিনি কামতাপুরি ভাষাকে বা রাজবংশী ভাষাকে সরকারি স্বীকৃতি দিয়েছেন এবং এই কামতাপুরি, রাজবংশী-সহ বিভিন্ন জাতি-জনজাতির ভাষা, শিক্ষা, সংস্কৃতিকে রক্ষার জন্য সদা তৎপর আছেন। আগামী দিনে বিভিন্নভাবে এই বিষয়গুলো পর্যালোচনা করে আরও বেশি সংখ্যক কামতাপুরি ভাষায় প্রাথমিক বিদ্যালয় তৈরি করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।