ভুয়ো আইএএস সেজে প্রতারণা, অধীর চৌধুরীর আপ্তসহায়ক গ্রেফতার

Must read

প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর (Adhir Choudhury) আপ্তসহায়ক গ্রেপ্তার হলেন। হলদিয়ায় ভুয়ো আইএএস পরিচয় দিয়ে প্রভাব খাটাতো সে। ভুয়ো আইএএস অফিসারের গ্রেফতারিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার রাতে ওই ভুয়ো আইএএস অফিসারকে গ্রেপ্তার করেছে সুতাহাটা থানার পুলিশ। হলদিয়ায় পুলিশের জালে ধরা পড়ল প্রদীপ্ত রাজপণ্ডিত নামে এই ব্যক্তি। বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে।

মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে ধৃতকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।শুরুতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষী ছিলেন তিনি।পরে দিল্লির সাংসদ ভবনে পোস্টিং হয়। মঙ্গলবার চৈতন্যপুরের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানে বিজেপি নেতা নিশিথ প্রামানিক সহ রাজ্য ও জেলার বহু বিজেপি নেতা উপস্থিত ছিলেন। বাবা প্রদীপ রাজপন্ডিত দিল্লিতে দীর্ঘদিন ধরে পুরোহিতের কাজ করতেন। সেই সূত্রে দিল্লির রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ। ভুয়ো পরিচয় দিয়ে এলাকায় প্রতিবেশীদের জায়গা জমি দখল করার অভিযোগও রয়েছে প্রদীপ্তর বিরুদ্ধে।।

Latest article