আহিরীটোলার পর ঘোলা, ট্রলিতে যুবকের দেহ, ধৃত দ্বিতীয় অভিযুক্ত

Must read

এবার সোদপুরের ঘোলায় ট্রলিতে (Ghola Murder Case) মিলল যুবকের দেহ। চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাতেই ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

জানা গিয়েছে, ক্যাব চালকের বুদ্ধির জোরেই লাশ পাচারের আগে ধরা পড়ে যায় কীর্তিমানরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নারকীয় কাণ্ডের নেপথ্যে টাকা সংক্রান্ত বিবাদ। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ভুয়ো আইএএস সেজে প্রতারণা, অধীর চৌধুরীর আপ্তসহায়ক গ্রেফতার

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাগেরবাজার থেকে দু’জন অ্যাপ ক্যাব ভাড়া করে। তাদের সঙ্গে ছিল ট্রলি। মুড়াগাছা পেরিয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে অন্ধকার জায়গায় গাড়িটি দাঁড় করাতে বলেন যাত্রীরা। তখন প্রায় রাত ১২টা। আচমকা গাড়ি দাঁড় করানোয় সন্দেহ হয় চালকের। ক্যাব চালক দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করেন। পাশাপাশি ডিকিতে রাখা ট্রলি কেন ভারী, তিনি প্রশ্ন করতেই শুরু হয় বচসা। সেই সময় ঘোলা থানার পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন। বাকবিতণ্ডা দেখে দাঁড়িয়ে পড়েন তারা। কারণ জিজ্ঞাসা করতেই একজন যাত্রী চম্পট দেয়। তখনই অন্য যাত্রীকে আটক করে পুলিশ। চালক ট্রলির কথা জানাতেই পুলিশ তল্লাশি চালায়। ট্রলি খুলতেই ভয়ংকর দৃশ্য।

দেখা যায়, ভিতরে রাখা এক যুবকের দেহ হাত ও পা বাধা সেলোটেপ দিয়ে। মুখ-সহ শরীরের উপরের খানিকটা অংশ ঢাকা ছিল প্লাস্টিকে। মৃতের পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা টি-শার্ট। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা। দেহ উদ্ধারের পাশাপাশি বেশ কিছু নথি ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যাপ ক‍্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে ঠনঠনিয়া কালীবাড়ির অদূরে একটি বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন খুনে অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি। জানা গিয়েছে খুন হওয়া ব্যক্তির পরিচয়ও। পুলিশ সূত্রের খবর, ৮ লক্ষ টাকার জন্য খুন করা হয় ভাগারাম দেবাসী নামে ওই ব্যবসায়ীকে।

Latest article