বিভাজনের রাজনীতি নিয়ে বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর (CM Mamata banerjee)। একের পরে এক তিরে বিদ্ধ করেন গদ্দার শুভেন্দু অধিকারীকে। বুধবার, কালো পোশাক পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। সেই বিষয়কে কটাক্ষ করে বলেন, “কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায় তাহলে কিছু বলার নেই। আপনি চাইলে অন্ধকার নিয়ে বাঁচুন। আপনি চাইলে কুৎসা নিয়ে বাঁচুন। কিন্তু দেশকে নষ্ট করবেন না।” এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট হুঁশিয়ারি, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না।”
এদিন শুরুতেই ফের গদ্দার সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার বিতর্ক মন্তব্য নিয়ে উত্তাল হয় বিধানসভা অধিবেশন। তৃণমূল বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই তার প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। ফের এদিন কাগজ ছিঁড়ে প্রতিবাদে করেন তাঁরা। এর মধ্যেই বক্তৃতা দিতে উঠে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। গদ্দারের নাম না নিয়ে বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম। একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা কোনও মতেই কাম্য নয়। সেটাকে ধিক্কার জানাই।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমি যদি বাইরে কিছু বলি তখন তো আপনারা সেটা নিয়ে আলোচনা করেন। বাইরে যদি আপনাদের অফিসিয়াল লিডার কিছু বলেন তাহলে কেন সেটা নিয়ে আলোচনা হবে না?”
আরও পড়ুন- আহিরীটোলার পর ঘোলা, ট্রলিতে যুবকের দেহ, ধৃত দ্বিতীয় অভিযুক্ত
তার পরেই গদ্দারকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে এসেছিলেন। দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে দেখবেন আবার কোনও দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে।” মোক্ষম খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তুমি এখন শুধু জামাটা বলেছ। এই জামাটা আবার যেন না লাল জামায় পরিণত হয়।”
বিজেপি ধর্মের নামে বিভাজনের তীব্র নিন্দা কেন মুখ্যমন্ত্রী। বলেন, “আপনাদের এই ধর্ম মানে শুধু মানুষ কে খুন করা, মানুষ কে কেটে ফেলা, টুকরো টুকরো করা। আপনারা সেই ধর্ম করছেন।” এর পরেই মমতার মন্তব্য, আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে যে আমি কতটা হিন্দু। জালিয়াতি করবেন না। যাঁরা মানুষের কথা বলেন না, তাঁদের জন্য আমার ধিক্কার ছাড়া কিছুই নেই।
গেরুয়া শিবিরকে উদ্দেশ্যে করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা মুসলিমদের কেন টিকিট দেন না। আমি তো হিন্দুদের ৭৯ শতাংশ টিকিট দিই, তখন তো আপনারা কিছু বলেন না।” সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। সেটা আমি করবই- স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।