ঘাটালের পর মালদহ-মুর্শিদাবাদে ভাঙনরোধে মাস্টার প্ল্যান, বিধানসভায় জানালেন সেচমন্ত্রী

Must read

ঘাটালের পর এবার মালদহ, মুর্শিদাবাদের ভাঙনরোধে মাস্টার প্ল্যান তৈরি করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) একথা জানিয়েছেন। বিধানসভায় নদী ভাঙন নিয়ে বিজেপি বিধায়ক গোপাল সাহার প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান নদী বাঁধ ভাঙনে বিভিন্ন জেলার হাজার মানুষ জমি, বাড়ি, স্কুল হারাচ্ছেন। তা সত্বেও এই খাতে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না। সেচমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ, মুর্শিদাবাদে নদী বাঁধে বিশেষ পরিকল্পনা নিয়েছেন। শীঘ্রই তার রূপায়ণ শুরু হবে। কেন্দ্রীয় সরকার যাতে রাজ্যকে নদী ভাঙনে মোকাবিলায় টাকা বরাদ্দ করে সেব্যাপারে সেচমন্ত্রী (Manas Bhunia) বিজেপি বিধায়কদের উদ্দেশে আবেদন জানান।

আরও পড়ুন- অতি বৃষ্টি-বন্যা পরিস্থিতির আগাম মোকাবিলায় উদ্যোগী রাজ্য! বরাদ্দ প্রায় ১৫০ কোটি টাকা

গঙ্গার ভাঙন বললেই চোখের সামনে ভেসে ওঠে মালদহ ও মুর্শিদাবাদ জেলার ছবি। সেখানে রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে ভাঙনের শিকার হয়ে সর্বহারা হন শয়ে শয়ে মানুষ। মালদহ জেলার মানিকচক, কালিয়াচক-২, কালিয়াচক-৩ এবং মুর্শিদাবাদ জেলার ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি-১, সুতি-২, রঘুনাথগঞ্জ-২, লালগোলা, ভগবানগোলা-১, ভগবানগোলা-২, রানীনগর-২ ও জলঙ্গি ব্লকগুলি ভাঙন কবলিত এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। গঙ্গা আর পদ্মা এই দুয়ের দাপটে সেই সব ব্লকে কয়েক লক্ষ মানুষ তাঁদের ভিটেমাটি, জমি, বাগান হারিয়ে রাস্তার ভিখারিতে পরিণত হয়েছে। সেই ভাঙন ঠেকাতে না কেন্দ্র সরকার কিছু করেছে, না ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন প্রদান বা ক্ষতিপূরণ প্রদানের কাজে কিছু করেছে।

Latest article