প্রতিবেদন : জাফর এক্সপ্রেস অপহরণ ও পণবন্দিদের (jaffar express hijack) উদ্ধারে তৎপর পাক প্রশাসন। সর্বশেষ খবর, ট্রেন অপহরণকারী বিদ্রোহী বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে অন্তত ২৭ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। পণবন্দি ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে৷ যাঁদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছেন। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে সতেরো জন গুরুতর জখম বলেই খবর মিলেছে। এর আগে মঙ্গলবার বালুচিস্তানের গুদালার এবং পিরু কনেরি এলাকার মাঝামাঝি জায়গায় প্রচুর যাত্রী-সহ জাফর এক্সপ্রেস অপহরণ করে বালুচ বিদ্রোহীরা। ট্রেনে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন যাত্রী ছিলেন ওই ট্রেনে। ট্রেন হাইজ্যাকের (jaffar express hijack) কিছু সময়ের মধ্যে এই হামলার দায় স্বীকার করে বালুচিস্তান লিবারেশন আর্মি। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পাক সেনা। তারপরই শুরু হয় দু-পক্ষের টানা গুলির লড়াই। সেই লড়াই এখনও চলছে।
আরও পড়ুন-বাংলাদেশে রইল না আর কিছুই! হাসিনা-সহ তাঁর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ