অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: কেউ চোখে দৃষ্টিহীন। কেউ আবার হারিয়েছেন হাঁটার শক্তি। কারোর হাতে সমস্যা। তাঁরাই প্রত্যেকটি মানুষকে নিরাপদ রংয়ের উৎসব উপহার দিতে কাজ করছেন। নিজের মনে তাঁরা তৈরি করে চলেছেন ভেষজ আবীর। সৌজন্যে রায়গঞ্জে বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতি। বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখা প্রতিবছরই স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে ভেষজ আবির তৈরি করছেন। নিজেরা ব্যবহারের পাশাপাশি বাজারেও চাহিদা অনুযায়ী বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন-তিন তালাক নিয়ে তথ্য নেই কেন্দ্রের
আর সেই অনুসারেই চলছে কাজ। রাত -দিন এক করেই তৈরি হচ্ছে ভেষজ আবির। বিশেষ ভাবে সক্ষম শিশু-কিশোর কিংবা তরুণ-তরুণীরাও কাজ করছেন। বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির প্রতিনিধি তথা স্পেশাল এডুকেটর কুহেলি দে বলেন, গত ১ মাস ধরে চলছে আবিরের কাজ। এই আবীর তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে গোলাপ, গাঁদার পাপড়ি, বিট, ২ ধরনের গাজর, পালং শাক। যার দ্বারা বিভিন্ন ধরনের রং এবং গন্ধ যুক্ত আবির তৈরি হচ্ছে। প্রায় ৩০ জন আবির তৈরির কাজ করছেন। সংস্থার জেলা সম্পাদক গৌর সরকার বলেন, বিশেষভাবে সক্ষম ভাইবোনদের নিয়ে এই আবীর তৈরির উদ্যোগ নেওয়া হয়। তিন বছর ধরে তারা এই কাজ করছেন।