সংবাদদাতা, শিলিগুড়ি : না জানিয়ে সেমিনার হলের চাবি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখা। কেন জানানো হয়নি জিজ্ঞেস করতেই মেডিক্যাল কলেজের ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হয় ডিন-কে। বুধবার এ নিয়ে উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। অন্যায়ভাবে ঘেরাও করা হয় ডিন অনুপমা নাগকে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় পরিষেবা। তবে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল ছাত্রপরিষদের নেতা-কর্মীরা। ছাত্রনেতা প্রশান্ত সিং এবং শাহাদত ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধায় বিনামূল্যে অস্ত্রোপচার, প্রাণ ফিরল জখম শিশুর
ডিন-কে ঘেরাও মুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, ঘটনার খবর পাওয়ামাত্রই নেওয়া হয় ব্যবস্থা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উত্তরবঙ্গ মেডিক্যালের প্রাক্তন ছাত্র নেতা, বর্তমানে উত্তরবঙ্গে কর্মরত ডাঃ কল্যাণকুমার দাস-কে দ্রুত পরিস্থিতি দেখার জন্য বলা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে বিষয়টি স্বাভবিক করেন। পাশাপাশি এই পরিস্থিতির আঁচ যেন চিকিৎসা ব্যবস্থার ওপর না পড়ে সেদিকটিও দেখা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক
হয়ে যায়।