সংবাদদাতা, আলিপুরদুয়ার : দোল পূর্ণিমা উপলক্ষে বন্যপ্রাণী শিকার রুখতে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন বিভিন্ন এলাকায় চলছে এই বিশেষ অভিযান। ভারতীয় এক-শৃঙ্গযুক্ত গণ্ডার এবং অন্যান্য অনেক বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল এই জলদাপাড়া জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে চোরাশিকার, বনে আগুন লাগানো, প্রাণীদের আবাসস্থল ধ্বংস করা ইত্যাদির মতো অবৈধ কার্যকলাপ প্রতিরোধের জন্য বন বিভাগ দিনরাত টহল এবং নাকা চেকিং বৃদ্ধি করেছে।
আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিল তৃণমূল
শুধু তাই নয়, দোল পূর্ণিমা উপলক্ষে প্রাচীন শিকার উৎসব রুখতে সচেতনতামূলক প্রচারণা, মাইকিং ইত্যাদি চালানো হচ্ছে, যাতে করে জনগণকে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং মূল্যবান বন্যপ্রাণী ও বন রক্ষার জন্য বন বিভাগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংরক্ষণের এই কাজে উৎসাহিত করা যায়। গতকাল থেকে সমস্ত যৌথ বন সুরক্ষা কমিটি এই ধরনের দায়িত্ব পালন করছে এবং এটি পুরো সপ্তাহ জুড়ে চলবে। এই অভিযানে কুনকি হাতি দিয়ে টহল, বনাঞ্চলে সশস্ত্র বনরক্ষীদের দ্বারা সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও বন বিভাগের প্রশিক্ষিত কুকুরের সাহায্যও নেওয়া হচ্ছে। বনের আশেপাশের চা বাগান, বস্তিগুলিতে অচেনা মানুজনের আনাগোনা আছে কিনা তা খেয়াল রাখা হচ্ছে। আকাশপথে পর্যবেক্ষণের জন্য একাধিক শক্তিশালী ড্রোন মোতায়েন করা হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রভীন কাসোয়ান জানান, জাতীয় উদ্যানের সুরক্ষায় সর্বদা সতর্ক রয়েছি। কর্মীরা তাঁদের দায়িত্ব পালন করে জাতীয় উদ্যানকে নিরাপত্তা প্রদান করে যাচ্ছেন।