আরজি করে থ্রেট কালচার, মূল পান্ডা ফ্রন্টের নেতারাই

Must read

প্রতিবেদন : থ্রেট কালচারের অভিযোগে যাঁরা সরব হয়েছিলেন, তাঁরাই আসলে থ্রেট কালচারের নেপথ্যে। সেই আরজি কর (R G Kar) মেডিক্যাল কলেজেই বেরিয়ে পড়ল সর্ষের মধ্যে ভূত। মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ন নীলাগ্নি দেবনাথকে চড় মেরে তা প্রমাণ করলেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা দেবারুণ সরকার। আরজি (R G Kar) কর-কাণ্ডের পর কিঞ্জল-অনিকেতদের সঙ্গে থ্রেট কালচার নিয়ে সরব হয়েছিলেন দেবারুণ। এদিনের ঘটনার পর সিনিয়র চিকিৎসকদের একাংশ এখন বলছেন, এ তো দেখছি অভিযোগকারী নিজেই থ্রেট কালচারের পান্ডা। বুধবার নীলাগ্নি মেডিসিন ওয়ার্ডে গিয়েছিলেন। দেবারুণ সেখানে হঠাৎ ঢুকে নীলাগ্নিকে বেরিয়ে যেতে বলেন। নীলাগ্নি প্রতিবাদ করলে দেবারুণ তাঁকে সজোরে ধাক্কা মারেন। মাটিতে পড়ে গেলে কিল-চড়-ঘুসি মারতে থাকেন। নীলাগ্নির মাথায়-চোখে চোট গুরুতর। এই ঘটনাই প্রমাণ করে ক্রমশ স্বরূপ বেরিয়ে পড়ছে জুনিয়র ডক্টর ফ্রন্টের।

আরও পড়ুন-কেন্দ্রের প্রতিহিংসায় তকমা হারাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Latest article