ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা IIFA- ২০২৫ সালে পড়ল ২৫তম বর্ষে। সিলভার জুবিলি— তাই এ-বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ চমক তো থাকবেই। রাজস্থানের জয়পুরে বসেছিল ‘আইফা’র আসর যাকে বলে চাঁদের হাট। দেখতে দেখতে ২৫ বছর। ২০০০ সালে শুরু হয় ‘আইফা’। তখন লন্ডনের মিলেনিয়াম ডোমে এটি আয়োজিত হয়। প্রথম বছর ‘আইফা’ অ্যাওয়ার্ডে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং প্রাক্তন মিস ওয়ার্ল্ড যুক্তা মুখী। ভারতে এই নিয়ে দ্বিতীয়বার আয়োজিত হল ‘আইফা’।
এবারের আইফা (IIFA) অ্যাওয়ার্ডসে ডিজিটাল মাধ্যমে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও সিরিজের জন্যও পুরস্কার ঘোষণা করা হয়। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে অ্যামাজন, প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সের একাধিক সিরিজ ও সিনেমা বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। শনিবার ছিল সেই ডিজিটাল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এখানে ছক্কা হাঁকিয়েছেন ‘অমর সিং চমকিলা’ এবং ‘পঞ্চায়েত ৩’। ‘অমর সিং চমকিলা’র জন্য সেরা পরিচালকের পুরস্কারও জিতেছেন ইমতিয়াজ। সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন ‘সেক্টর ৩৬’ ছবির জন্য বিক্রান্ত ম্যাসে, আর ‘দো পাত্তি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন কৃতি শ্যানন। পার্শ্বচরিত্র বিভাগেও নজর কেড়েছেন অনুপ্রিয়া গোয়েঙ্কা ‘বার্লিন’ ও দীপক দোব্রিয়াল ‘সেক্টর ৩৬’-এর জন্য।
সিরিজ বিভাগেও আইফা (IIFA) ডিজিটাল অ্যাওয়ার্ডসে ছিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। ‘পঞ্চায়েত সিজন ৩’ সেরা সিরিজের খেতাব জিতেছে। এই সিরিজ থেকেই সেরা পরিচালক দীপককুমার মিশ্র এবং সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জিতেন্দ্র কুমার। অন্যদিকে, শ্রেয়া চৌধুরী ‘বন্দিশ ব্যান্ডিটস সিজন ২’-এর জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর সম্মান। পার্শ্বচরিত্রে সঞ্জিদা শেখ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’ ও ফয়সাল মালিক ‘পঞ্চায়েত সিজন ৩’ তাঁদের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।
এরপর রবিবার ফিল্ম অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় সেরাদের হাতে।
এখানেও ছিল চমক। গ্রামের এক সাদা-সরল নাবালিকা বধূ তাবড়দের থেকে ছিনিয়ে নিল সেরার সেরা সম্মান। পরিচালক কিরণ রাও-এর কমেডি ড্রামা ‘লাপাতা লেডিজ’ পেল ১০টি পুরস্কার। একই ট্রেনে থাকা দুই নববধূর স্বামী বদলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি ‘লাপাতা লেডিজ’ বাঙালি লেখক বিপ্লব গোস্বামীর এক হৃদয়ছোঁয়া গল্প। যে লেখার স্বীকৃতি হিসেবে সেরা মৌলিক গল্পকার বিভাগে ‘আইফা’ পুরস্কার পেয়েছেন তিনি। সেই সঙ্গে সেরা ছবির জন্য পুরস্কার পেয়েছে ‘লাপাতা লেডিজ’, সেরা নির্দেশনায় পরিচালক কিরণ রাও, সেরা অভিনেত্রী হয়েছেন নীতাংশী গোয়েল, সেরা পার্শ্বচরিত্রে রবি কিসান-সহ আরও বহু বিভাগে ‘লাপাতা লেডিজ’ ছিনিয়ে নিয়েছে ‘আইফা’ সম্মান। পাশাপাশি ‘রুহু বাবা’ কার্তিক আরিয়ান পেয়েছে সেরা অভিনেতার পুরস্কার। লক্ষণীয় হল ২৫তম ‘আইফা’য় বেশিরভাগ পুরস্কারগুলো পেয়েছেন নতুনেরা। লাপাতা লেডিজের পরেই দ্বিতীয় সর্বাধিক পাঁচটি স্বীকৃতি বাগিয়ে নিয়েছে ‘কিল’ ছবিটি। নেগেটিভ চরিত্রে যোগ্য নির্বাচন রাঘব জুয়াল। লক্ষ লালওয়ানি সেরা ডেবিউ পুরস্কার পেয়েছেন। ‘কিল’-এ লক্ষের অভিনয় চমকপ্রদ।
আরও পড়ুন-কালাজাদু! লীলাবতী হাসপাতালে ট্রাস্টি অফিসের নীচে হাড়, মানুষের চুল উদ্ধার
জমকালো সন্ধের গোটা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিচালক প্রযোজক করণ জোহর এবং অভিনেতা কার্তিক আরিয়ান। মঞ্চে হাজির ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তাঁর প্রতিষ্ঠান রেড চিলিস ভিএফএক্স ‘ভুল ভুলাইয়া থ্রি’র জন্য সেরা ভিজ্যুয়াল এফেক্টস পুরস্কার জিতেছে। এবারের ‘আইফা’র সবচেয়ে বড় প্রাপ্তি শাহরুখ-মাধুরীর নাচ। প্রায় একদশক পরে একমঞ্চে একফ্রেমে অসামান্য পারফরম্যান্স করলেন ‘দিল তো পাগল হ্যায়’ জুটি। নব্বইয়ের দশকের সেই সুপারহিট ব্লকবাস্টার জুটি ১৩ বছর বাদে আবার মঞ্চে। উসকে দেয় সেই নস্টালজিয়া। চলছে কিংবদন্তি অভিনেতা রাজকাপুর জন্মশতবর্ষ। তাই আইফার মঞ্চে তাঁকে বিশেষভাবে শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নেওয়া হয়। রাজকাপুরের ছবি ‘শ্রী ৪২০’-এর লুককে এইদিন মঞ্চে রিক্রিয়েট করলেন করিনা কাপুর খান। রাজ কাপুরের বিখ্যাত সেই গান ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটিতে পারফর্ম করলেন নাতনি করিনা। এখানেই শেষ নয়, সাদা-কালো শাড়ি পরে ফিরে গেলেন সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির জগতে। ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’ গানেও পারফর্ম করেন তিনি। এ-ছাড়া আরও বেশকিছু গানের সঙ্গে দারুণ পারফর্ম করেন বেবো।
একঝলকে
সেরা ছবি : লাপাতা লেডিজ
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা) : কার্তিক আরিয়ান (ভুলভুলাইয়া ৩)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী) : নীতাংশী গোয়েল (লাপাতা লেডিজ)
সেরা পরিচালক : কিরণ রাও (লাপাতা লেডিজ)
সেরা নেগেটিভ চরিত্র : রাঘব জুয়েল (কিল)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী) : জানকী বদিওয়ালা (শয়তান)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা) : রবি কিসান (লাপাতা লেডিজ)
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি : বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিজ)
সেরা গল্প (আডাপ্টেড) : শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)
সেরা পরিচালক (ডেবিউ) : কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা অভিনেতা (ডেবিউ) : লক্ষ লালওয়ানি (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ) : প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা সঙ্গীত পরিচালক : রাম শপথ (লাপাতা লেডিজ)
সেরা গানের কথা : প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক : জুবিন নতিয়াল (আর্টিকেল ৩৭০)
সেরা গায়িকা : শ্রেয়া ঘোষাল (ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন : সুভাষ সাহু, বলয়কুমার দলুই, রাহুল কারপে (কিল)
সেরা চিত্রায়ণ : স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা সংলাপ : অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)
সেরা এডিটিং : জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
সেরা সিনেমাটোগ্রাফি : রাফে মহম্মদ (কিল)
সেরা কোরিওগ্রাফি : বসকো সিজার (ব্যাড নিউজ)
সেরা স্পেশাল এফেক্টস : রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা : রাকেশ রোশন